New Update
/anm-bengali/media/post_banners/YwdgIeXBMKdm5Yd2ozQX.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শুক্রবার কলকাতার ইএসআই রিজিওনাল অফিসে একটি সেমিনার সংঘটিত হল। সেমিনারের বিষয়বস্তু ছিল, "পরিচ্ছন্নতাকে একটি সমৃদ্ধ ও সুস্থ ভারতের লক্ষ্যে পরিণত করা"। সেমিনারে উপস্থিত ছিলেন, নাগরিক মঞ্চের সাধারণ সম্পাদক নব দত্ত, ইএসআই কর্পোরেশনের সহকারী পরিচালক সুব্রত ব্যানার্জি ও মনোজ ভারতী এবং ইএসআই কর্পোরেশনের ডেপুটি ডিরেক্টর আশীষ শঙ্কর। এদিন সেমিনারে উপস্থিত সকলেই পরিচ্ছন্নতাকে একটি সমৃদ্ধ ও সুস্থ ভারতের লক্ষ্যে পরিণত করার বিষয়ে বিভিন্ন আঙ্গিকে নিজেদের মতামত প্রকাশ করেন। দেখুন কি বলেন তারা-
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us