নিজস্ব সংবাদদাতাঃ সোবেক মিশরের এক দেবতার নাম। সোবেককে নীল নদের দেবতা বলা হয়। কুমীরের মাথাওয়ালা দেবতা ছিলেন সোবেক।
মুকুটে একজোড়া শিং। তাঁর সঙ্গে থাকত একজোড়া পালক। কোম ওম্বোতে ছিল তাঁর মন্দির। যেখানে কুমীরের মমি বানিয়ে রাখা রয়েছে। এখনও ওই জায়গায় রয়েছে কুমীরের মমি।