নিজস্ব সংবাদদাতা : রাজস্থানের উদয়পুরে কংগ্রেসের চিন্তন শিবিরের উদ্বোধনী বক্তৃতায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে ধুইয়ে দিলেন কংগ্রেসের অন্তর্বর্তী প্রধান সোনিয়া গান্ধী। প্রধানমন্ত্রীকে নিশানা করে তিনি বলেন যে এটি স্পষ্ট হয়ে গেছে যে তার 'ন্যূনতম সরকার, সর্বোচ্চ শাসন' মন্ত্রের অর্থ হল মেরুকরণের চিরস্থায়ী অবস্থা বজায় রাখা, সংখ্যালঘুদের প্রতি নিষ্ঠুরতা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি দেওয়া। সোনিয়া গান্ধী আরো বলেন যে প্রধানমন্ত্রী মোদী এবং তার সহকর্মীরা যখন "সর্বোচ্চ শাসন, সর্বনিম্ন সরকার" স্লোগানটি ব্যবহার করেন তখন তারা আসলে কী বোঝায় তা বেদনাদায়কভাবে পরিষ্কার হয়ে গেছে। তার দাবি, এর অর্থ হল দেশকে মেরুকরণের একটি স্থায়ী অবস্থায় রাখা, মানুষকে ক্রমাগত ভয় ও নিরাপত্তাহীনতার মধ্যে থাকতে বাধ্য করা।