সাতসকালে বাড়ির উঠোনে হাতি! শিলিগুড়িতে তুমুল চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
সাতসকালে বাড়ির উঠোনে হাতি! শিলিগুড়িতে তুমুল চাঞ্চল্য

নিজস্ব সংবাদদাতাঃ সাতসকালে বাড়ির উঠোনে হাতি! দেখেই ভয়ে কাঁটা বাড়ির লোকজন, প্রতিবেশীরা। শিলিগুড়ির শালবাড়ি এলাকার ভরা লোকালয়ে এভাবে গজরাজকে দেখে আতঙ্ক ছড়িয়ে পড়ল। পরে অবশ্য হাতিটি জঙ্গলের দিকে চলে গিয়েছে। তবে তারপরও আতঙ্কে কমেনি। যথেষ্ট ভয়ের বাতাবরণ শালবাড়িতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ভোরবেলা ৫ টা নাগাদ শালবাড়ির কাজিমান প্রধান রোডে মস্ত একটি হাতি হেলেদুলে ঢুকে পড়ে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বিট্টু দাজু নামে একজনের বাড়ির লোহার গেটটি ভেঙে সটান বাড়ির উঠোনে হাজির হয় গজরাজ। তাকে দেখেই আতঙ্কে কাঁপতে শুরু করেন সকলে। যদিও বাড়ির গেট ভাঙা ছাড়া হাতিটি তেমন কোনও ক্ষতি করেনি। বিট্টু দাজু জানান, পরে তাদের বাড়ি থেকে একটি রেস্তরাঁর পাশ দিয়ে জঙ্গলের পথে চলে গিয়েছে হাতি।