নিজস্ব সংবাদদাতাঃ বাংলাদেশ থেকে রাজ্যে টাকা পাচারের অভিযোগ। গোপন সূত্রে খবর পেয়ে সেই টাকার খোঁজে নামল ইডি। তল্লাশি চলে দমদম ও দক্ষিণ ২৪ পরগনার কয়েকটি ঠিকানাতেও। অভিযোগ, ৬০টি ভুয়ো কোম্পানির নামে বাংলাদেশের বিভিন্ন ব্যাঙ্ক থেকে প্রায় ৩০০ কোটি টাকা তোলা হয়। তারপর তা রুটে পাচার করা হয় এ পশ্চিমবঙ্গে।