New Update
/anm-bengali/media/post_banners/BBUX6EJN0GKYDAvBFSvj.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার চাঁদের মাটিতে মিলল লোহা ও টাইটানিয়াম। মানুষ যাতে আরও বেশি দিন চাঁদে থাকতে পারে, তার জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছে চিন। চিনের নানজিং বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক মনে করেন, চাঁদের মাটি ব্যবহার করে দীর্ঘদিন চাঁদে থাকার জন্য ব্যবহার করা যেতে পারে। কারণ, চাঁদের মাটি অক্সিজেন ও জ্বালানির মতো সম্পদ দিতে পারে। এই দুই বিজ্ঞানী দাবি করেছে যে, কার্বন ডাই অক্সাইডকে অক্সিজেন ও জ্বালানীতে রূপান্তরিত করতে সক্ষম এই মাটির কিছু যৌগ। আর এই অক্সিজেন, জ্বালানী চাঁদের মাটিতে মিললে ভবিষ্যতে কমবে মহাকাশ অভিযানের খরচ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us