/anm-bengali/media/post_banners/tv3ku1sF00TDQ0VtB8UW.jpg)
নিউজ ডেস্কঃ মেদিনীপুরঃ বর্ষার আগেই নিকাশি ব্যবস্থা সুগম করতে শুরু হল নালা সংস্কারের কাজ। মেদিনীপুর শহরবাসীকে জল দুর্ভোগ থেকে মুক্তি দিতে মহানালা সংস্কারের কাজও শুরু হয়েছে। দীর্ঘদিন ধরে মেদিনীপুর শহরে জল নিকাশি ব্যবস্থা নিয়ে ক্ষোভ ছিল স্থানীয়দের। বর্ষণে বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে জল ঢুকে গিয়েছিল। সামান্য বৃষ্টিতেই শহরে হাঁটু জল। বৃষ্টিপাত একটু বেশি হলেই বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়। যার মূল কারণ বেহাল নিকাশি ব্যবস্থা। নিকাশির বেহাল অবস্থা ঘোচাতে সংস্কার শুরু হয়েছে শহরের কেরানীচটি ও দ্বারিবাঁধ মহানালার। শহরের ওয়ার্ডগুলির প্রতিটি নালা সংস্কারের জন্য তিন হাজার সাফাই কর্মী কাজ করছেন। মহানালার জন্য মেশিন ব্যবহার করা হয়েছে। পৌরসভার চেয়ারম্যান সৌমেন খান জানিয়েছেন, বর্ষার আগে সমস্ত নালা, মহানালা সংস্কার করা হচ্ছে। এর জন্য প্রতিটি ওয়ার্ডে একশো জন করে এবং পৌরসভায় আরও পাঁচশো কর্মী কাজ করছেন। সমস্ত নালা থেকে মাটি আবর্জনা তুলে পরিস্কার করা হচ্ছে। প্রয়োজনে আরও কর্মী নিয়োগ করা হবে। মেদিনীপুর শহরকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে নালাগুলিকে ডাস্টবিন না বানানোর জন্য শহরবাসীদের আবেদন জানিয়েছেন তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us