দুর্গা পিতুরি লেনে এলাকা পরিদর্শনের পর কি জানালেন মেয়র?

author-image
Harmeet
New Update
দুর্গা পিতুরি লেনে এলাকা পরিদর্শনের পর কি জানালেন মেয়র?

নিজস্ব সংবাদদাতাঃ বউবাজারের দুর্গা পিতুরি লেনে ভিতের নীচে মাটি নরম হওয়াতেই বসে যাচ্ছে বাড়ি। পুরনো বাড়ি রাখা কতটা নিরাপদ, খতিয়ে দেখতে বলেছি বিল্ডিং বিভাগকে। ইঞ্জিনিয়াররা অবস্থা খতিয়ে দেখবেন। কোন বাড়ি বেশি বিপজ্জনক তা চিহ্নিত করা হবে। পুরসভার রিপোর্ট নিয়ে নবান্নয় বৈঠকের পর সিদ্ধান্ত। এদিন বউবাজারের দুর্গা পিতুরি লেনে এলাকা পরিদর্শনের জানালেন মেয়র ফিরহাদ হাকিম।