New Update
/anm-bengali/media/post_banners/8FJy9IKDbs3lR0F3dWJD.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল পৌরনিগমের উদ্যোগে কুলটি বোরোর অন্তর্গত নিয়ামতপুর বাজার এলাকার জি টি রোডের পাশে রাস্তার সৌন্দর্য্য করণ বা ফুটপাত সম্প্রসারণের জন্য কুড়ি লাখ টাকা খরচে কাজের শুভ উদ্বোধন হল বৃহস্পতিবার সকালে। যেখানে উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূলের সহ-সভাপতি উজ্জ্বল চাটার্জী , সঙ্গে স্থানীয় তৃণমূল কাউন্সিলর ইন্দ্রানী মিশ্র , জাকির হোসেন , প্রাক্তন কাউন্সিলর মির হাসিম , রাজেশ সাও সহ আরো অনেকে। নারকেল ফাটিয়ে কাজের শুভ উদ্বোধন হল।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us