তাংধারে অগ্নিকাণ্ড রুখল সেনাবাহিনী — বিপর্যয় থেকে বাঁচল গোটা গ্রাম
অন্ধ্রপ্রদেশের সরকারি স্কুলের ৫২ শিক্ষার্থীর সঙ্গে সাক্ষাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু
ঝাড়খণ্ডের ডি‌জিপি অনুরাগ গুপ্তার স্বেচ্ছা অবসরের আবেদন গৃহীত
বালি পাচার কাণ্ডে প্রথম গ্রেপ্তার, ইডির জালে ব্যবসায়ী
“গত ৩০ বছরের সর্বোচ্চ ভোটদানই ইঙ্গিত দিচ্ছে পরিবর্তনের”—প্রশান্ত কিশোর
“ভুয়ো আধার কার্ড দিয়ে অবৈধ অভিবাসীদের নাগরিকত্ব দিচ্ছে রাজ্য সরকার”—অগ্নিমিত্রা পলের অভিযোগ
অজিত পাওয়ারের পুত্রের সংস্থার সঙ্গে জড়িত কোটি টাকার জমি লেনদেন মামলায় স্থগিত সাব-রেজিস্ট্রার
ইন্দো-প্যাসিফিক অঞ্চলে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, অনুষ্ঠিত মার্কিন–ভারত সামরিক বৈঠক
আদিত্য ঠাকরের অভিযোগ: “নির্বাচন কমিশন ঘুমিয়ে আছে, বিজেপি আচরণবিধি মানছে না”

ভারতের কয়েকটি জাতীয় ল' কলেজের তালিকা

author-image
Harmeet
New Update
ভারতের কয়েকটি জাতীয় ল' কলেজের তালিকা

নিজস্ব সংবাদদাতাঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ল' নিয়ে পড়বেন ভাবছেন? তাহলে জেনে নিন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তালিকা। যেমন, ১> ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, ২> ব্যাঙ্গালোর নালসার ইউনিভার্সিটি অফ ল, ৩> হায়দ্রাবাদ জাতীয় আইন ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়, ৪> ভোপাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস , ৫> কলকাতা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, যোধপুর, ৬> যোধপুর হিদায়াতুল্লাহ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ৭> রায়পুর গুজরাট জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ৮> গান্ধীনগর ডঃ রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, লখনউ  ৯> ন্যাশনাল ইউনিভার্সিটি অফ অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ , কোচি, ১০> রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল , পাতিয়ালা, ১১> চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয়,পাটনা। 



 ১২> জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ওড়িশা,কটক, ১৩> দামোদরম সঞ্জীভায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় , বিশাখাপত্তনম  ১৪> ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল , রাঁচি, ১৫> ন্যাশনাল ল স্কুল অ্যান্ড জুডিশিয়াল একাডেমি , গুয়াহাটি, ১৬> তামিলনাড়ু জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিচি  ১৭> মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, মুম্বাই  ১৮> মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, নাগপুর ১৯> মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ঔরঙ্গাবাদ  ২০> হিমাচল প্রদেশ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, সিমলা
 ২১> ধর্মশাস্ত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, জবলপুর ২২> ডঃ বি আর আম্বেদকর জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, সোনিপত।