ভারতের কয়েকটি জাতীয় ল' কলেজের তালিকা

author-image
Harmeet
New Update
ভারতের কয়েকটি জাতীয় ল' কলেজের তালিকা

নিজস্ব সংবাদদাতাঃ উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে ল' নিয়ে পড়বেন ভাবছেন? তাহলে জেনে নিন জাতীয় আইন বিশ্ববিদ্যালয়ের তালিকা। যেমন, ১> ন্যাশনাল ল স্কুল অফ ইন্ডিয়া ইউনিভার্সিটি, ২> ব্যাঙ্গালোর নালসার ইউনিভার্সিটি অফ ল, ৩> হায়দ্রাবাদ জাতীয় আইন ইনস্টিটিউট বিশ্ববিদ্যালয়, ৪> ভোপাল ওয়েস্ট বেঙ্গল ন্যাশনাল ইউনিভার্সিটি অফ জুরিডিকাল সায়েন্সেস , ৫> কলকাতা জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, যোধপুর, ৬> যোধপুর হিদায়াতুল্লাহ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ৭> রায়পুর গুজরাট জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ৮> গান্ধীনগর ডঃ রাম মনোহর লোহিয়া জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, লখনউ  ৯> ন্যাশনাল ইউনিভার্সিটি অফ অ্যাডভান্সড লিগ্যাল স্টাডিজ , কোচি, ১০> রাজীব গান্ধী ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ল , পাতিয়ালা, ১১> চাণক্য জাতীয় আইন বিশ্ববিদ্যালয়,পাটনা। 





 ১২> জাতীয় আইন বিশ্ববিদ্যালয় ওড়িশা,কটক, ১৩> দামোদরম সঞ্জীভায় জাতীয় আইন বিশ্ববিদ্যালয় , বিশাখাপত্তনম  ১৪> ন্যাশনাল ইউনিভার্সিটি অফ স্টাডি অ্যান্ড রিসার্চ ইন ল , রাঁচি, ১৫> ন্যাশনাল ল স্কুল অ্যান্ড জুডিশিয়াল একাডেমি , গুয়াহাটি, ১৬> তামিলনাড়ু জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ত্রিচি  ১৭> মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, মুম্বাই  ১৮> মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, নাগপুর ১৯> মহারাষ্ট্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, ঔরঙ্গাবাদ  ২০> হিমাচল প্রদেশ জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, সিমলা

 ২১> ধর্মশাস্ত্র জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, জবলপুর ২২> ডঃ বি আর আম্বেদকর জাতীয় আইন বিশ্ববিদ্যালয়, সোনিপত।