New Update
/anm-bengali/media/post_banners/RTkagTW3cTlgflfMylAJ.jpg)
নিজস্ব সংবাদদাতা, ডেবরাঃ নাবালিকাকে প্রররচণা বিয়ে করতে গিয়ে পুলিশের জালে আটক হল এক বিবাহিত যুবক। ঘটনাটি ঘটেছে ডেবরা ব্লকের ৩ নং সত্যপুর অঞ্চলের বাড় ঝিকুরিয়া এলাকায়। অভিযুক্তের নাম সুদেব নায়েক। ওই যুবক বিবাহিত এবং সন্তানও রয়েছে। গতকাল রাতে নাবালিকাকে বিয়ে করবে বলে নিজের বাড়ীতে নিয়ে আসে। পরে মেয়ের পরিবারের লোকজন ডেবরা থানায় অভিযোগ দায়ের করার পর সুদেব নায়েককে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ অর্থাৎ বৃহস্পতিবার মেদিনীপুর আদালতে তোলা হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us