নিজস্ব সংবাদদাতাঃ শান্তিনিকেতনে মেসবাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ। পুলিশ সূত্রে খবর, সুইসাইড নোটে উল্লেখ, প্রেমিকার আত্মঘাতী হওয়ার খবর পেয়ে চরম পরিণতি বেছে নেওয়ার সিদ্ধান্ত। মৃতের বাড়ি বাঁকুড়ার তাজপুর এলাকায়। শান্তিনিকেতনে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কৃষিবিজ্ঞানের তৃতীয় বর্ষের ওই পড়ুয়া থাকত মেসবাড়িতে। পুলিশ সূত্রে খবর, গতকাল হুগলির কামারপুকুরের বাসিন্দা প্রেমিকার আত্মহত্যার খবর পেয়ে আত্মঘাতী হয় ওই ছাত্র। সম্পর্কে টানাপোড়েনের জেরে এই সিদ্ধান্ত কিনা খতিয়ে দেখছে শান্তিনিকেতন থানার পুলিশ।