এবার কিমের দেশেও ঢুকে পড়ল করোনা! দেশজুড়ে জারি লকডাউন

author-image
Harmeet
New Update
এবার কিমের দেশেও ঢুকে পড়ল করোনা! দেশজুড়ে জারি লকডাউন

নিজস্ব সংবাদদাতাঃ এবার করোনা থাবা বসালো উত্তর কোরিয়াতেও। দেশে একজনের শরীরে ভাইরাসের হদিশ মিলেছে বলে জানানো হয়েছে সরকারি তরফে। এরপরই উত্তর কোরিয়ার শাসক কিম জং উন দেশজুড়ে লকডাউন জারি করেছেন। বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রীয় সাংবাদমাধ্যম জানিয়েছে যে কিম করোনাভাইরাসকে নির্মূল করার প্রতিশ্রুতি দিয়েছেন। সরকারিভাবে এই প্রথমবারের মতো কোভিড সংক্রমণের কথা নিশ্চিত করেছে উত্তর কোরিয়া। এর আগে তারা কখনই কোভিড সংক্রমণের কথা স্বীকার করেনি। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অতি সংক্রামক ওমিক্রন ভাইরাসের একটি সাব-ভ্যারিয়েন্ট পিয়ংইয়ং শহরে শনাক্ত হয়েছে।বলা হয়েছে, কোভিড সংক্রমণ শনাক্ত হতেই নেতা কিম জং উন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গ বৈঠক করেন। তিনি বৈঠকে জানিয়ে দিয়েছেন যে দেশে সর্বাধিক জরুরি ভাইরাস নিয়ন্ত্রণ ব্যবস্থা বাস্তবায়ন করবেন। কিম বৈঠকে আরও জানিয়েছেন যে তাঁর লক্ষ্য অল্প সময়ের মধ্যে ভাইরাস নির্মূল করা।