নিজস্ব সংবাদদাতাঃ গুপ্তচর বৃত্তির অভিযোগে এবার গ্রেপ্তার ভারতীয় বায়ুসেনা জওয়ান। বৃহস্পতিবার দেবেন্দ্র শর্মা নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশের অপরাধ শাখা। ধৃতের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ রয়েছে। গোটা ঘটনার নেপথ্যে পাক গোয়েন্দা সংস্থা আইএসআই-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে।