​
নিজস্ব সংবাদদাতাঃ কিছুক্ষণ আগেই উলভসের বিপক্ষে দাঁড়িয়ে প্রিমিয়ার লিগের জয় ছিনিয়ে এনেছে পেপ গারদিওলার দল ম্যানচেস্টার সিটি। ১-৫ গোলে উলভসকে হারায় কেভিনরা। কিন্তু এত বড়ো জয় পাওয়ার পরেও দলকে নিয়ে রবিবারের ম্যাচের জন্য আশঙ্কায় পেপ গারদিওলা। তিনি ম্যানচেস্টার সিটির পেজে লেখেন, “ফার্নান্দিনহোর পেশীর কিছু সমস্যার কারণে রবিবারের ম্যাচ বেশ কঠিন হতে চলেছে। আইমেরিকের হাঁটুতে বেশ জোরে আঘাত লেগেছে। আমাদের হাতে আর মাত্র ৪দিন রয়েছে। তাই আমরা দেখব রবিবারের জন্য তাঁরা কীভাবে সেরে উঠবে।”