​নিজস্ব সংবাদদাতাঃ অনেক পুরুষই গে সম্পর্কে আবদ্ধ হয়েছেন। কিন্তু তাঁরা যখন যৌন মিলনে আবদ্ধ হন তাঁরা কন্ডোম ব্যবহার করেন না। তাঁরা মনে করেন এই সম্পর্কে কনডমের কোনো দরকার হয় না। কিন্তু তা ভুল। কনডম শুধুই গর্ভ রোধ করে শুধু তাই নয়। কনডম যৌনরোগও রোধ করে।