/anm-bengali/media/post_banners/y2Yx7dEgvUfZr3qe1R20.jpg)
নিউজ ডেস্কঃ ঝাড়গ্রাম: এক নাবালিকার বিয়ের আয়োজন করা হয়েছে বলে গোপন সূত্রে খবর পেয়ে সাঁকরাইল থানার পুলিশকে সঙ্গে নিয়ে ব্লক প্রশাসনের আধিকারিকরা সাঁকরাইল ব্লকের মানিক ঝাঁটিয়া গ্রামে যায়। সেখানে গিয়ে তারা জানতে পারে ১৪ বছর বয়সী অষ্টম শ্রেণীর স্কুল পড়ুয়া এক নাবালিকার বিয়ের তোড় জোড় শুরু হয়েছে। বিয়ে বাড়িতে আত্মীয় স্বজন উপস্থিত রয়েছেন। রান্নার কাজ শেষ। কেবলমাত্র বরযাত্রী আসেনি। বিয়ের আয়োজন সম্পূর্ণভাবে করা হয়েছে। মঙ্গলবার রাত আটটা নাগাদ পুলিশ ও ব্লক আধিকারিকদের দেখে বিয়ে বাড়ির সানাই এর সুর বন্ধ হয়ে যায়। পুলিশ ও ব্লক প্রশাসনের আধিকারিকরা ওই নাবালিকার পরিবারের সাথে কথা বলে ওই নাবালিকার বিয়ে রুখে দেয়। ওই নাবালিকার দাদা কনক মাহাত বলেন, “আমি বাবা-মাকে বোনের বিয়ে দিতে নিষেধ করেছিলাম। বোনের বিয়ে দেওয়ার মতো বয়স হয়নি। আমাদের ভুল হয়েছিল।” সে আরো জানায় যে তার বোন যতদূর পড়তে চায় সে তাকে পড়াবে ১৮ বছর পূরণ না হওয়া পর্যন্ত বোনের বিয়ে দেবে না। যার ফলে মঙ্গলবার ওই নাবালিকার বিয়ে বন্ধ হয়ে যায়। তবে রান্না হয়ে যাওয়ায় আমন্ত্রিত অতিথি ও আত্মীয়-স্বজনরা বিয়ে বাড়ির ভোজ খেয়ে বাড়ি ফিরে যায়। বুধবার সকালে ওই নাবালিকার পরিবারের লোকজন এবং ঐ নাবালিকা নিজে সাঁকরাইল থানায় এসে পুলিশ প্রশাসনের আধিকারিকদের সাথে দেখা করে। ওই নাবালিকা জানায় এখন সে বিয়ে করবে না, পড়াশোনা করবে। সাঁকরাইল থানার পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে ওই নাবালিকাকে পড়াশোনার জন্য সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়। সাঁকরাইল থানার পুলিশ ওই নাবালিকার বিয়ে রুখে দেওয়ায় খুশি ওই এলাকার স্থানীয় বাসিন্দারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us