নানা দাবিতে আসানসোলের জেলা শাসককে আদিবাসী স্টুডেন্ট এন্ড ইয়ুথ ফোরামের ডেপুটেশন

author-image
Harmeet
New Update
নানা দাবিতে আসানসোলের জেলা শাসককে আদিবাসী স্টুডেন্ট এন্ড ইয়ুথ ফোরামের ডেপুটেশন

রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল জেলা শাসকের দপ্তরে আদিবাসী স্টুডেন্ট এন্ড ইয়ুথ ফোরামের পক্ষ থেকে গন ডেপুটেশন দেওয়া হয় আজ। বুধবার ১২ টা নাগাদ আসানসোল বি এন আর মোর থেকে ১৬ দফা দাবি নিয়ে মিছিল করে স্মারক লিপি দেওয়া হয় জেলা শাসককে। আদিবাসী স্টুডেন্ট এন্ড ইয়ুথ ফোরামের দাবি- "কাজী নজরুল বিশ্ব বিদ্যালয়ে অবিলম্বে সাঁওতালি বিভাগ চালু করতে হবে। আসানসোল এলাকায় আদিবাসীদের জন্য আবাসিক বিদ্যালয় তৈরি করতে হবে।  ST সার্টিফিকেট প্রদানে হয়রানি বন্ধ ও ভুয়ো ST সার্ফিকেট প্রদানের বিরুদ্ধে প্রশাসনকে নজরদারি করতে হবে।" মোট ১৬ দফা দাবী নিয়ে আদিবাসী স্টুডেন্ট এন্ড ইয়ুথ ফোরামের পক্ষ থেকে এই কর্মসূচি করা হয়।