নিজস্ব সংবাদদাতাঃ যমুনার দূষণের জন্য দায়ী রাজনৈতিক নেতারা । এই অভিযোগে যমুনায় রাজনৈতিক নেতাদের ব্যান করল মথুরার পুরোহিতরা। যমুনার ঘাটে ব্যানার টাঙিয়ে এই অভিযোগ করেন তাঁরা। তাঁদের দাবি, নেতারা যমুনার দিব্যি দিয়ে মিথ্যে কথা বলেন। নেতাদের শুধু নির্বাচনের সময় তাঁদের দেখা যায়। মা যমুনা দোষীদের নিষিদ্ধ করলেন ।