​নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহেই অনুষ্ঠিত হতে চলেছে টোকিও অলিম্পিক। এবার টোকিও অলিম্পিক চলাকালীন স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন না কোনও দর্শক। আজ এমনই জানিয়েছেন জাপানের অলিম্পিক বিষয়ক মন্ত্রী।
২৩ জুলাই থেকে শুরু হচ্ছে এবারের অলিম্পিক, চলবে ৮ অগাস্ট পর্যন্ত। তার আগে এদিনই টোকিও পৌঁছে গিয়েছেন আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট টমাস বাখ। অলিম্পিকের আগে বা গেমস চলাকালীন যাতে করোনা সংক্রমণ না ছড়ায়, সেটা নিশ্চিত করার জন্য আগামী সপ্তাহ থেকে জরুরি অবস্থা জারি করতে চলেছে জাপান সরকার। অলিম্পিক চলাকালীন জারি থাকবে এই জরুরি অবস্থা। জাপানের সংবাদমাধ্যম সূত্রে খবর, সোমবার থেকে জারি হচ্ছে জরুরি অবস্থা, জারি থাকবে ২২ অগাস্ট পর্যন্ত।