New Update
/anm-bengali/media/post_banners/tlmO7KtZvXgWGhkvBLay.jpg)
নিজস্ব প্রতিনিধি -আজ আগরতলার আইজিএম হাসপাতালে "জাতীয় নার্সিং সপ্তাহ" উপলক্ষে ভাষণ দেওয়ার সময়, ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব বলেন, যে ত্রিপুরার মিডিয়া হাউসগুলি টিআরপির জন্য ওনাকে বাজারে বিক্রি করছে। তিনি হাসপাতালের শয্যা-সংকটের ব্যাপারে বলেন"১০ জনের যদি বেড থাকে তাহলে ৪০ জন এসে এডমিশন নেবে।যদি কেউ নিচে শুয়ে রয়েছে আমার সাংবাদিক বন্ধুরা ফটো উঠিয়ে,বলেন দেখুন ভিএম হসপিটালে বিপ্লব দেবের আমলে মানুষ মাটিতে শুয়ে রয়েছে। একবারও দেখলোনা যে ২০টা সিট রয়েছে তারমধ্যে ৪০ জন এসে রয়েছে। আর মানুষও এটা বোঝেনা যে এভাবে টিআরপি পায়, আর সেই টিআরপির চক্করে তারা আমাকে বেচে দেয়। কিন্তু এটা বোঝা উচিত আমি যদি সাতদিন চুপ করে থাকি তবে কিভাবে টি আর পি টানবেন আমিও সেটা দেখি।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us