ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলা সাংবাদিক শিরিনের

author-image
Harmeet
New Update
ইজরায়েলের অভিযান চলাকালীন ওয়েস্ট ব্যাঙ্কে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মহিলা সাংবাদিক শিরিনের

নিজস্ব সংবাদদাতাঃ খবর করতে গিয়ে ফের প্রাণ গেল এক সাংবাদিকের। এবার স্থান প্যালেস্টাইনের ওয়েস্ট ব্যাঙ্ক। সূত্রের খবর, আল-জাজিরার প্যালেস্টিনীয় সাংবাদিক শিরিন আবু আলেখ ওয়েস্ট ব্যাঙ্কে খবর সংগ্রহ করছিলেন। সেই সময় ইজরায়েলের সামরিক অভিযানে গুলিবিদ্ধ হন তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। গুলিবিদ্ধ হয়েছেন আরও এক সাংবাদিক। প্যালেস্টাইনের স্বাস্থ্য মন্ত্রক সূত্রে খবর, খবর সংগ্রহের কাজ করার সময় আচমকা গুলিবিদ্ধ হন শিরিন। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।জেরুজালেমের ‘আল-কুদ’ নামে অপর একটি সংবাদপত্রের এক সাংবাদিকও গুলিবিদ্ধ হয়েছেন। তবে তিনি এখন ভালো আছেন। প্যালেস্টিনীয় স্বাস্থ্য মন্ত্রক দাবি করেছে, ইজরায়েলের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে শিরিনের। তবে ইজরায়েলের সামরিক বিভাগ এখনও এবিষয়ে কোনও প্রতিক্রিয়া দেয়নি।