রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোল কুলটি থানার অন্তর্গত বরাকর মুসলিম এফ পি স্কুলে হঠাৎ ধস। ধসের কারণে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্কুলে হঠাৎ ধসের পর স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ধস কবলিত জায়গাটিকে ঘিরে দেয়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।