অশনির জেরে একাধিক ট্রেন-বিমান বাতিল

author-image
Harmeet
New Update
অশনির জেরে একাধিক ট্রেন-বিমান বাতিল

নিজস্ব সংবাদদাতাঃ ক্রমশ অন্ধ্র উপকূলের দিকে এগোচ্ছে ঘূর্ণিঝড় অশনি। আবহাওয়া দফতরের পূর্বাভাস, বুধবার সন্ধের মধ্যেই অন্ধ্র উপকূলে পৌঁছাবে এই ঘূর্ণিঝড়। জানা গিয়েছে, বর্তমানে ঘূর্ণিঝড়টি মছলিপত্তনম থেকে ৬০ কিমি দূরে রয়েছে অশনি। এছাড়া অন্ধ্রের কাঁকিনাড়া থেকে ১৮০ কিমি দূরে রয়েছে। ইতিমধ্যে ৩৭টি ট্রেন বাতিল করেছে সাউথ সেন্ট্রাল রেলওয়ে। অন্ধ্রের বিশাখাপত্তনম এবং তামিলনাড়ুর চেন্নাইয়ে বুধবার সকালে ইন্ডিগোর সমস্ত ফ্লাইট বাতিল হয়ে যাওয়ায় ঘূর্ণিঝড় আসানি বিমান চলাচল ব্যাহত করে চলেছে। এয়ার এশিয়া বেঙ্গালুরু থেকে একটি এবং নয়াদিল্লি থেকে একটি ফ্লাইট বাতিল করেছে বলে জানিয়েছেন বিশাখাপত্তনমের বিমানবন্দর পরিচালক কে শ্রীনিবাস রাও।