নিজস্ব সংবাদদাতা, কেশিয়াড়ীঃ প্রশাসন বেশ কয়েকটি এলাকাকে মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা করলেও কোনও বিধিনিষেধ দেখা গেল না। বৃহস্পতিবার কেশিয়াড়ির খাজরা, হাসিমপুর, এলাসাই এলাকায় দেখা গেল স্বাভাবিক পরিস্থিতি। কোথাও বিধি নিষেধের বালাই নেই। দোকানপাট খোলা ও স্বাভাবিক জনজীবন লক্ষ্য করা গেল। জেলা প্রশাসন এলাকা গন্ডিবদ্ধ করার কথা ঘোষণা করলেও স্থানীয় প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এদিন খাজরা এলাকা ছিল স্বাভাবিক। খোলা ছিল পঞ্চায়েত অফিস। অফিসের সামনেই দেখা গেল ভিড়। আবাস যোজনার নামের তালিকা দেখতে ও প্রয়োজনীয় নথি জমা দিতে হাজির হয়েছেন অনেকেই। ফলে কনটেনমেন্ট জোনের কোনো নিয়ম ছিল না এদিন। একই চিত্র আরও দুটি এলাকায় দেখা যায়। এলাসাই ও হাসিমপুরেও ছিল না বাড়তি কোনও বিধিনিষেধ। ফলে করোনা সংক্রমণ যে বাড়বে তা নিয়ে চিন্তায় সাধারণ মানুষ। এলাকাগুলিতে করোনা রোগীদের সংখ্যা ও সংক্রমণের কথা বিবেচনা করে জেলা প্রশাসন এলাকাগুলিকে গন্ডিবদ্ধ করার নির্দেশ দেয়। যা মাইক্রো কনটেইনমেন্ট হিসেবে ঘোষণা করে। তবে এদিন স্বাভাবিক জনজীবন থাকায় প্রশাসনের নির্দেশ ও বাস্তবের ছবি নিয়ে বিস্তর প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ।