​
নিজস্ব সংবাদদাতাঃ সেক্সের পর অনেকেই আর তাকিয়ে থাকতে পারেন না। এতো ঘুম পায় যে প্রিয় মানুষের কথা আর মাথাতেও আসে না। কিন্তু এমনটা হয় কেন? সেক্স কিন্তু একপ্রকার ব্যায়াম। তাই ব্যায়াম করার পর স্বাভাবিক যে কোনো কারোর ঘুম পাবেই। তাই সেক্সের পর সকলেই ঘুমিয়ে পড়ে।