/anm-bengali/media/post_banners/hXQl92wF6jU9zgxiItbR.jpg)
সুদীপ ব্যানার্জী, আলিপুরদুয়ার: ভূটানের ওভারলোডিং অবৈধ লরির বিরুদ্ধে সরব আলিপুরদুয়ার কোচবিহার বালি,পাথর, মাটি ট্রাক সমন্বয় সমিতি। সমিতির অভিযোগ, “দীর্ঘদিন থেকেই আলিপুরদুয়ার জেলা জুড়ে অবৈধ ভাবে ভূটানের লরি ওভার লোডিং করে বালি,পাথর লোডিং এবং আনলোডিং করা হচ্ছে। স্বাভাবিক ভাবেই আমাদের ব্যবসায় দারুণ ভাবে এর প্রভাব পড়েছে। রীতিমতো প্রতিদিন ১০০র উপর লরি জেলা জুড়ে লোডিং এবং আনলোডিং করে। বিভিন্ন সময় প্রশাসনের দ্বারস্থ হওয়া স্বত্ত্বেও কোনো কাজ হয়নি। প্রশাসন থেকে আমাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে ভূটানে গিয়ে অভিযোগ জানাতে। স্বাভাবিক ভাবেই আমাদের সংগঠন সমস্ত আলোচনা করে বৃহস্পতিবার জেলাশাসকের কাছে স্বারকলিপি দেওয়া হয়েছে। এই মুহুর্তে আলিপুরদুয়ারের ৩০০০ গাড়ি বন্ধ রয়েছে।স্বাভাবিক ভাবেই আমার কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটাচ্ছি।“
শুনুন সংগঠনের সভাপতি দিবাকর পাল কী বলছেন।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us