ঝাড়গ্রাম জেলায় হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত

author-image
Harmeet
New Update
ঝাড়গ্রাম জেলায় হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত

নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আতঙ্ক ক্রমশ ছড়িয়ে পড়ছে। মঙ্গলবার সকালে জামবনি ব্লকের ঝাড়খন্ড সীমান্তবর্তী বাকড়া গ্রামে হাতির হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়। আহত ব্যক্তির নাম যোগেন মাহাত। ওই এলাকায় কয়েকদিন ধরে বেশ কয়েকটি দাঁতাল হাতি দাপিয়ে বেড়াচ্ছ। যার ফলে গ্রামবাসীরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। মঙ্গলবার সকালে একটি দাঁতাল হাতি যোগেন মাহাতকে মাটিতে ফেলে পা দিয়ে পিষে দেয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা সঙ্কটজনক। যার ফলে হাতির হামলার আশঙ্কায় যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই এলাকার বাসিন্দারা। সোমবার সকালে হাতির হামলায় মৃত্যুর ঘটনা ঘটেছিল ঝাড়গ্রাম জেলার ঝাড়গ্রাম ব্লকের জারুলিয়া গ্রামে। মৃতের নাম গণেশ সিং। তার আগে গত শনিবার ঝাড়গ্রাম ব্লকের পুকুরিয়া গ্রামে মিনি খিলাড়ি নামে এক মহিলার মৃত্যু হয়। গত বুধবার নয়াগ্রাম ব্লকের গোখুরপাল গ্রামে পূর্ণচন্দ্র মাহাত নামে এক ব্যক্তির মৃত্যু হয়। যার ফলে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলায় আহত ও মৃত্যুর মিছিল অব্যাহত রয়েছে। যেভাবে প্রতিনিয়ত প্রাণহানির ঘটনা ঘটছে তাতে ঝাড়গ্রাম জেলা জুড়ে হাতির হামলার আশঙ্কা ক্রমশ বেড়েই চলছে। যার ফলে বন দফতরের ওপর মানুষের ক্ষোভ বাড়ছে। বন দফতর কেবলমাত্র সতর্ক থাকার নির্দেশ দিয়ে দায় সারছে বলে গ্রামবাসীদের অভিযোগ।