বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ বন দফতর কর্মীদের বিরুদ্ধে

author-image
Harmeet
New Update
বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ বন দফতর কর্মীদের বিরুদ্ধে

নিউজ ডেস্ক, কাঁথিঃ বেআইনিভাবে গাছ কাটার অভিযোগ উঠল বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীদের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রেঞ্জের শঙ্করপুর বিটের তাজপুর আউট পোস্টের ঘটনা। অভিযোগ, তাজপুর আউট পোস্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী তাজপুর জঙ্গল থেকে বেআইনি ভাবে আকশমনি গাছ কাটছে। ঘটনা সামনে আসতেই শোরগোল পড়েছে বন দফতরে। 

যদিও বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ অস্বীকার করেছেন তাজপুর আউট পোস্টের দায়িত্বে থাকা বনরক্ষী কর্মী। এবিষয়ে আমরা ফোনে যোগাযোগ করেছিলেন কাঁথি রেঞ্জার অফিসারের সঙ্গে। তিনি বলেন, "ঘটনার তদন্তে শুরু করা হয়েছে। যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে শো-কজ করা হয়েছে। প্রয়োজনে তাদের বিরুদ্ধে প্রদক্ষেপ নেওয়া হবে"। 

​অন্যদিকে, পূর্ব মেদিনীপুর জেলার ডিএফওডি অনুপম হাজরা জানান, তার কাছে এবিষয়ে কোনও খবর নেই। যেখানে পরিবেশ প্রেমি মানুষজন বারবার গাছ লাগাতে বলছেন। সেখানে বন রক্ষার দায়িত্বে থাকা কর্মীরাই বনের গাছ বেআইনি ভাবে কেটে ফেলছে। এই ঘটনায় নিন্দার ঝড় উঠেছে পরিবেশ প্রেমি মহলে।