New Update
/anm-bengali/media/post_banners/jSGL6cl52xaewKdNPPrr.jpg)
নিজস্ব প্রতিনিধি -সোমবার একটি তামাক ব্র্যান্ডের বিজ্ঞাপনের জন্য সুনীল শেট্টিকে এক ব্যক্তি ভুলবসত ট্যাগ করে।সেই তামাক ব্র্যান্ডের প্রচারের জন্য অজয়,শাহরুখ খান এবং অক্ষয় কুমারকে নিন্দা করার সময় অজয় ​​দেবগনের পরিবর্তে সেই ব্যক্তি অভিনেতা সুনীলকে ট্যাগ করে ফেলে।এবং সেই ব্যক্তি লেখেন,"জাতিকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য আপনার বাচ্চাদের লজ্জা বোধ করতে হবে।" সুনীল তার জবাবও দেন তিনি লেখেন, "ভাই তু আপনা চশমা অ্যাডজাস্ট কর লে ইয়া বাদল দে (ভাই, তোমার চশমা ঠিক করে নাও বা বদলে দাও)।"পরে ওই ব্যক্তি তার কাছে ক্ষমা চান।সেইসঙ্গে, সেই ব্যক্তি অভিনেতার ভক্ত বলেও দাবি করেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us