ফের বোমাবাজি ভাটপাড়ায়, আতঙ্কে সাধারণ মানুষ

author-image
Harmeet
New Update
ফের বোমাবাজি ভাটপাড়ায়, আতঙ্কে সাধারণ মানুষ

নিজস্ব সংবাদদাতাঃ  জগদ্দলের পর ভাটপাড়া, জনবহুল এলাকায় বোমাবাজি। সোমবার ভাটপাড়া থানার ১১ নম্বর ওয়ার্ডে বোমাবাজি হয়। পাঁচজন বোমার আঘাতে জখম হন। কাঁকিনাড়া ১০ নম্বর গলিতে এই ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, দুই গোষ্ঠীর মধ্যে ঝামেলা হয় এদিন। তাঁরা মদ্যপ অবস্থায় ছিল। এলাকার লোকজন এর প্রতিবাদ করতেই দুষ্কৃতীরা দুটি বোমা ছোড়ে বলে অভিযোগ। বোমার আঘাতে হরেকৃষ্ণ চৌহান নামে ৫৮ বছর বয়সী এক প্রৌঢ় জখম হন। এছাড়া হীরা সাউ, রঘুনাথ চৌধুরী-সহ আরও দু'জন আহত হন। হরেকৃষ্ণকে কল্যাণী জেএনএম হাসপাতালে পাঠানো হয়। জানা গিয়েছে, তাঁর অবস্থা গুরুতর। বাকিদের ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এখনও অবধি কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।