/anm-bengali/media/post_banners/dKMI7PGYM2rhi8Z40PqQ.jpg)
নিজস্ব সংবাদদাতা, পাণ্ডবেশ্বরঃপথ দুর্ঘটনায় মৃত্যু হল এক খনি শ্রমিকের । ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকাল নটা নাগাদ 60 নম্বর জাতীয় সড়কের হরিপুর সংলগ্ন বেলপাহাড়ি মোড়ে । মৃতের নাম গৌরাঙ্গ প্রসন্ন ঘোষ (৪৩)।বীরভূমের খয়রাশোল এর বাসিন্দা বলে পুলিশ সূত্রে খবর। 'সেভ ড্রাইভ সেভ লাইফ' কর্মসূচি আজ পালিত হচ্ছে রাজ্য জুড়ে । আর এই দিনই অসাবধানতার ফলে দুর্ঘটনায় মৃত্যু হল এক বাইক আরোহীর ।
ঘটনা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ন'টা নাগাদ ৬০ নম্বর জাতীয় সড়কের হরিপুরের বিলপাহাড়ি মোড়ের কাছে দুর্ঘটনায় গুরুতর জখম হন এক বাইক আরোহী । জখম অবস্থায় ওই বাইক আরোহীকে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় অন্ডালের খান্দরা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে । সেখানকার চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । মৃতের পকেট থেকে একটি আইডেন্টিটি কার্ড উদ্ধার হয় । সেই সূত্রে জানা যায় বীরভূমের খয়রাশোল এর বাসিন্দা মৃত বাইক আরোহী নাম গৌরাঙ্গ প্রসন্ন ঘোষ । তিনি ইসিএলের কুনুস্তোরিয়া এরিয়ায় কাজ করতেন । এদিন বাইক নিয়ে কাজে আসার পথে দুর্ঘটনার কবলে পড়েন তিনি ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us