New Update
/anm-bengali/media/post_banners/6mpxaLeJjsFfJHOGtm5d.jpg)
নিজস্ব প্রতিনিধি -ত্রিপুরার মোহনপুর মহকুমায় পুলিশ আধিকারিক (এসডিপিও)কমল মজুমদারের নেতৃত্বে,মোহনপুর পুলিশের এক দল বামুটিয়া ফাঁড়ির পুলিশ কর্মকর্তাসহ অভিযান চালিয়া কালীবাজার নামক এলাকায় এক 'কীর্তন কক্ষ' থেকে বিপুল পরিমাণ ফেন্সিডিল (মাদকদ্রব্য) উদ্ধার করে যার আনুমানিক বাজার মূল্য প্রায় ৮-৯ লাখ টাকা।যদিও এই অভিযানে এখনো পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us