রক্তে ভেসে যাচ্ছে শার্ট! বৃষ্টিভেজা কলকাতার সেক্টর ফাইভে আবারও দুর্ঘটনা

author-image
Harmeet
New Update
রক্তে ভেসে যাচ্ছে শার্ট! বৃষ্টিভেজা কলকাতার সেক্টর ফাইভে আবারও দুর্ঘটনা

   

নিজস্ব সংবাদদাতাঃ  এমনিতেই বৃষ্টিভেজা রাস্তা। এরই মধ্যেযাত্রীরা বারবার বারণ করার পরও গতি নিয়ন্ত্রণে আনেননি চালক। এরপরই রাস্তার ধারের একটি গাছে গিয়ে সজোরে ধাক্কা মারে যাত্রীবাহী বাস। সোমবার দুপুরে এই ঘটনা ঘটে সল্টলেক সেক্টর ফাইভে। এক যাত্রী গুরুতর আহত হন। রক্তে ভেসে যায় তাঁর শার্ট। কপালে, চোখের নিচে গুরুতর আঘাত লাগে তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। জানা গিয়েছে, চিংড়িঘাটা থেকে ধূলাগড়গামী একটি বেসরকারি বাস এদিন সেক্টর ফাইভের আশ্রম বিল্ডিংয়ের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে।