পাঞ্জাবে আপের প্রতিশ্রুতি পূরণ

author-image
Harmeet
New Update
পাঞ্জাবে আপের প্রতিশ্রুতি পূরণ

নিজস্ব সংবাদদাতা : কথা রাখল আম আদমি পার্টি। প্রতিশ্রুতি পূরণ করলেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। সোমবার অর্থ বিভাগকে মৃত পেপসু রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন (পিআরটিসি) ড্রাইভার মনজিত সিংয়ের পরিবারকে ৫০লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। মনজিত সিং ছিলেন একজন ফ্রন্টলাইন করোনা যোদ্ধা।

প্রসঙ্গত, ২০২০-র ২৬ এপ্রিল কোভিডকালে লকডাউনের মধ্যে নান্দেদের শ্রী হুজুর সাহেব থেকে আটকে পড়া শিখ তীর্থযাত্রীদের ফিরিয়ে আনতে মহারাষ্ট্রে যাওয়ার সময় মনজিত সিং হৃদরোগে আক্রান্ত হন বলে জানিয়েছিলেন পিআরটিসির তৎকালীন চেয়ারম্যান কে কে শর্মা। আগের কংগ্রেস সরকার মনজিৎ সিংয়ের পরিবারকে ১০ লাখ টাকা দিয়েছে। ভগবন্ত মান-এর নেতৃত্বেআপ পাঞ্জাব শাখা রাজ্যব্যাপী প্রতিবাদ করেছিল, মনজিৎ সিংয়ের পরিবারের জন্য ৫০ লক্ষ টাকা ক্ষতিপূরণ চেয়েছিল।