New Update
/anm-bengali/media/post_banners/kk1sFZx9yFRt1jJZMucO.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জাপানের জলসীমায় বিনা অনুমতিতে প্রবেশ করল চিনের ২ টি জাহাজ। বিতর্কিত সেনকাকু দ্বীপপুঞ্জের কাছে জাপানের আঞ্চলিক জলসীমায় প্রবেশ করে ওই ২ টি জাহাজ। স্থানীয় সময় রবিবার রাত ১০ টা নাগাদ জাহাজ ২ টি জাপানের জলসীমায় প্রবেশ করে। উল্লেখ্য, চলতি বছরের শুরু থেকে এই নিয়ে সপ্তমবার চীন জাপানের জলসীমা লঙ্ঘন করল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us