নিজস্ব সংবাদদাতাঃ পাহাড়ি রাস্তা দিয়ে যাওয়ার পথে ভয়ংকর দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেল যাত্রীবাহী গাড়ি। জখম কমপক্ষে ১২ জন। রবিবার বিকেলে ঘটনাটি ঘটেছে কালিম্পংয়ের চুইখিম এলাকায়। আহতরা ওদলাবাড়ি হাসপাতালে ভর্তি। জানা গিয়েছে, কোচবিহার থেকে চুইখিম যাচ্ছিল গাড়িটি। চালক-সহ ১২ ছিলেন তাতে। তার মধ্যে ৫ জন শ্রমিক ছিলেন। তারা প্রত্যেকেই রাস্তার কাজের জন্য যাচ্ছিলেন। বাকি ৬ জন ওদলাবাড়ি থেকে বাজার সেরে চুইখিম ফিরছিলেন। চুইখিম এলাকায় পাহাড়ি রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায় গাড়িটি। জখম হন ১২ জন। তড়িঘড়ি স্থানীয়রা আহতদের উদ্ধার করে ওদলাবাড়ি স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসার জন্য নিয়ে যায়। বর্তমানে আহত সকলের চিকিৎসা চলছে।