'বাংলা জয় করতে হলে বাংলার মানুষের মন জয় করতে হবে' : জিতেন্দ্র তিওয়ারি

author-image
Harmeet
New Update
'বাংলা জয় করতে হলে বাংলার মানুষের মন জয় করতে হবে' : জিতেন্দ্র তিওয়ারি



রাহুল পাসোয়ান,আসানসোলঃ রাজ্যে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সফর শেষে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি টুইট করে লেখেন "বাংলা জয় করতে হলে বাংলার মানুষের মন জয় করতে হবে "। এই টুইট ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। টুইট প্রসঙ্গে জিতেন্দ্র তিওয়ারি বলেন, "এতে বিতর্কের কিছু নেই, আমরা বাংলা জয় করতে চাই। সেই জন্য সংখ্যা গরিষ্ঠ মানুষের মন জয় করতে হবে। তাই টুইটে বলেছি চলুন বাংলার মানুষের মন জয় করি। এটা শুধু বাংলার ক্ষেত্রে নয় যে কোনও রাজ্যে ক্ষমতায় আসতে হলে সেই রাজ্যের সংখ্যা গরিষ্ঠ মানুষের মন জয় করতে হয়, আমরা তা পারিনি। আমি তো নিজেও পরাজিত হয়েছি। আমার অঞ্চলের যে সংখ্যা গরিষ্ঠ মানুষ রয়েছে তাদের মন জয় করতে পারলে আমি পরাজিত হতাম না। আগামী দিনে চেষ্টা করতে হবে, এখন থেকে জানার চেষ্টা করতে হবে মানুষ কি চাইছে। আমাদের কাছে মানুষের কী প্রত্যাশা, সেটা দেখতে হবে সেই ভাবে কাজ করতে হবে।"



এই টুইট নিয়ে তৃণমূল নেতা ভি শিবদাসন দাসু বলেন, "জিতেন বলেছে এটা ভাল লাগছে। তবে অনেক দেরিতে এই কথা বলেছে। এক সময় বিনাশ কালে বিপরীত বুদ্ধিতিতে চলে গিয়েছিল, আজকে বুঝে গেছে। আজ যে কথা বলছে, তাঁকে আমার সমর্থন করি। পশ্চিমবাংলার মানুষের মন জয় করতে হবে। পশ্চিমবাংলার মানুষের মন জিতেছে মমতা'দি। মানুষের কাজ করে দেখিয়েছে। এই জন্য পশ্চিমবাংলার মানুষ মমতা'দিকে মনের মধ্যে রেখেছে বলে আমারা বিভিন্ন নির্বাচন জিতে আসছি। অমিত শাহ ও অমিত শাহর পার্টি মনের মধ্যে থাকে না সেন্টিমেন্টে থাকে। বিজেপি হিন্দু মুসলিম-এর সেন্টিমেন্ট নিয়ে পশ্চিমবাংলায় এসেছিল কিন্তু টিকতে পারেনি।"