New Update
/anm-bengali/media/post_banners/LddfwTC7qqeSisTvbhYQ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এই মুহূর্তে ওয়াংখেড়ের বুকে মুখোমুখি হয়েছে ব্যাঙ্গালোর ও হায়াদ্রাবাদ। বিরাট কোহলি চলে যাওয়ার পরেই পিচের দায়িত্ব সামলাচ্ছিলেন রজত পাতিদার। অর্ধশত রানের পথেও তিনি ছিলেন। কিন্তু অর্ধ শতরান করার আগেই মাত্র দু রান বাকি থাকতেই জগদীশা সুচিথ-এর বলে মাঠ ছাড়লেন তিনি। এই মুহূর্তে ব্যাঙ্গালোরের রান ২ উইকেটে ১১৩ রান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us