/anm-bengali/media/post_banners/1mMMpsJaflSCZ1eR7WwN.jpg)
রানীগঞ্জ, নিজস্ব সংবাদদাতাঃ রানীগঞ্জ থানার নিমচা ফাঁড়ির অন্তর্গত রোটিবাটি ৬ নম্বর এলাকার ধাড়িপাড়ায় শনিবার রাতে বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই পরিবারের ৩ সদস্য। সবাইকে চিকিৎসার জন্য রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছ। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রোটিবাটি ৬ নম্বর এলাকার ধাড়িপাড়ার বাসিন্দা অ্যাডভোকেট সুরজিৎ ব্যানার্জী, তার স্ত্রী দীপান্নিতা ব্যানার্জী এবং তার ছোট ভাই বিশ্বজিৎ ব্যানার্জী বিষাক্ত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে সঙ্গে স্থানীয় ডাক্তারকে ডাকা হয়। তারপরেও পরিস্থিতি খারাপ হতে শুরু করলে ৩ জনকেই রানীগঞ্জের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এরমধ্যে বিশ্বজিৎ ব্যানার্জির অবস্থা আশঙ্কাজনক। রবিবার সকালে এই ঘটনার খবর পেয়ে জেলা পরিষদের চেয়ারম্যান সুভদ্রা বাউরি ও রানীগঞ্জ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান বিনোদ নুনিয়া নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করেন এবং সম্ভাব্য সব ধরনের সাহায্যের আশ্বাস দেন। বিনোদ নুনিয়া সকলের দ্রুত সুস্থতার কামনা করছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us