তবে কি পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী?

author-image
Harmeet
New Update
তবে কি পদত্যাগ করতে পারেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী?

নিজস্ব সংবাদদাতাঃ শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকট ক্রমে বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় গোটা দেশ বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছে। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাক্সার বিরুদ্ধে পদত্যাগের দাবি উঠছে বারংবার। তবে শোনা যাচ্ছে, খুব শীঘ্রই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চেলছেন মাহিন্দা রাজাপাক্সা। 



শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোটাবায়া রাজাক্সার অনুরোধে তিনি পদত্যাগের ক্ষেত্রে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন বলে জানা যাচ্ছে। যদিও এখনও এবিষয়ে মাহিন্দা রাজাপাক্সার তরফে অফিসিয়াল ভাবে কোনও কিছু জানানো হয়নি। উল্লেখ্য, সম্প্রতি শ্রীলঙ্কার রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ২ টি অনাস্থা প্রস্তাব পার্লামেন্টের স্পিকারের কাছে হস্তান্তর করেছে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজিবি।