'শচীনের সেঞ্চুরিতে হাততালি আর মোদীর সেঞ্চুরিতে পকেট খালি'

author-image
Harmeet
New Update
'শচীনের সেঞ্চুরিতে হাততালি আর মোদীর সেঞ্চুরিতে পকেট খালি'

হরি ঘোষ, জামুড়িয়া: 'শচীনের সেঞ্চুরিতে হাততালি আর মোদীর সেঞ্চুরিতে পকেট খালি' প্লেকার্ড নিয়ে বিক্ষোভ দেখাল তৃণমূল। এবার রাজনৈতিক মঞ্চে  মাস্টার ব্লাস্টার শচীন তেন্ডুলকার। শচীন তেন্ডুলকারের সেঞ্চুরি করার মুহূর্তের ছবি সহ প্লাকার্ড নিয়ে সেঞ্চুরি পেরোনো পেট্রোলের দামের বিরুদ্ধে প্রতিবাদ তৃণমূল কংগ্রেসের জামুরিয়া ব্লক ১ নম্বর ছাত্র পরিষদের। জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আজ যাদুডাঙ্গা পেট্রোল পাম্পের সামনে অবস্থান বিক্ষোভ  দেখালো জামুড়িয়া ব্লক ১ তৃণমূল ছাত্র পরিষদ। উপস্থিত ছিলেন মহিলা সভানেত্রী রাখী কর্মকার মহাশয়া, ছাত্রনেতা রাহুল মুখার্জি, জয়দ্বীপ রুইদাস, অজয় কাশ্যপ, আকাশ বাউরি,দেব রুইদাস, দেব সিং, গোবর্ধন রুইদাস, যুবনেতা কৃপাময় দাস, গোপী ধীবর, সহ ব্লক ছাত্র নেতৃত্ব।

 এই প্রসঙ্গে জামুড়িয়া ব্লক (১) তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি পিন্টু কুমার দত্ত বলেন যে, 'লাগামছাড়া পেট্রোপণ্যের দাম বৃদ্ধির ফলে সাধারণ মানুষের রান্না ঘরে যে আগুন লাগানোর চেষ্টা করছে কেন্দ্র সরকার। তারই প্রতিবাদে আমাদের এই বিক্ষোভ। তুঘলকী শাসনের অবসান ঘটুক এবং আচ্ছে দিনের নাম করে সাধারণ মানুষকে বিপাকে ফেলার চেষ্টা ব্যর্থ হোক।'