ঘূর্ণিঝড় নিয়ে কৃষকদের সতর্কবার্তা

author-image
Harmeet
New Update
ঘূর্ণিঝড় নিয়ে কৃষকদের সতর্কবার্তা

নিজস্ব সংবাদদাতাঃ সন্ধের আগেই গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে পরিণত হল। এই ঘূর্ণিঝড়টি উত্তর পশ্চিমে অগ্রসর হয়ে আগামী ১০ মে অন্ধ্র ও ওড়িশা উপকূলের অদূরে মধ্য পশ্চিম বঙ্গোপসাগরে উপস্থিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এদিকে এই ঘূর্ণাবর্তের জেরে ১০ থেকে ১৩ মে অবধি রাজ্যে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে ঘূর্ণিঝড় নিয়ে রাজ্যের কৃষকদের কিছু পরামর্শ দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। বলা হয়েছে, মাঠের পাকা ধান যত দ্রুত সম্ভব কেটে ঝেরে গুদাম ঘরে রাখতে হবে। সবজি, তৈলবীজ জমিতে জমা জল দ্রুত নিষ্কাশন করতে হবে। ছত্রনাশক ব্যবহার করতে হবে। সবজি ও অন্যান্য ফল ক্ষেত যেগুলি বেশি ঝড়ে ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলি দ্রুত ঝেড়ে ফেলতে হবে। সবজির মাচা ও পানের বরজকে শক্ত করে বাঁধনের ব্যবস্থা করতে হবে।