New Update
/anm-bengali/media/post_banners/xR6TYnz6l8jEOQDCB5Xf.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ জয়ের ধারায় নিজেদের বজায় রাখার জন্য দিল্লি ক্যাপিটালসকে আগত ৪টে ম্যাচের মধ্যে ৩টে ম্যাচে জিততেই হবে। এই মুহূর্তে সিল্লি ১০টা ম্যাচ খেলে ১০পয়েন্ট নিয়ে নিয়েছে। তবে দিল্লির ওপেনার মনদীপ সিংকে নিয়ে কিন্তু বেশ দোদুল্যমান অবস্থায় আছে দল। গত ম্যাচে ডেভিডের সঙ্গে তিনি ওপেন করতে নামলেও ওপেনিং সঙ্গী হিসাবে তিনি সন্তোষজনক ফল এনে দিতে পারেননি। এবারে ওপেনিং সমস্যা মেটানোর তাগিদেই আছে রাজধানী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us