/anm-bengali/media/post_banners/qIa2BMQJgOpQNPkY8uKo.jpg)
হরি ঘোষ, জামুড়িয়া: কারখানা খোলার দাবিতে বিক্ষোভ শ্রমিক ও স্থানীয়দের। জামুড়িয়া শিল্পাঞ্চলে অবস্থিত শিবমধাতু কারখানার নতুন ও পুরাতন ইউনিট মালিকদের ব্যক্তিগত বিরোধের জন্য বন্ধ রয়েছে ছয় মাস যাবত। প্রায় ১৫০ জন শ্রমিক কর্মহীন হয়ে এক প্রকার ​​অনাহারে ভুগছেন। কারখানাগুলি পুনরায় খোলার দাবিতে বৃহস্পতিবার সকাল থেকেই রাস্তার মধ্যে তাবু খাটিয়ে বসে পড়ায় সমস্ত পরিবহন বন্ধ হয়ে যায়।
এই করখানার শ্রমিক লক্ষীকান্ত পাল জানান, শিবামধাতু কারখানাটি কেন্দ্রটি গত ছয় মাস ধরে বন্ধ রয়েছে। যার ফলে আমরা একপ্রকার অনাহারে রয়েছি। গতকাল রাতে কারখানা শুরু করার জন্য কাঁচা আয়রন নিয়ে আসা হচ্ছিল গাড়ি করে। কিন্তু এই কারখানার পুরনো মালিক প্রশাসনের সাহায্যে ওই গাড়িগুলোকে কারখানায় ঢুকতে বাধা দেন। শ্রমিকরা কারখানা পুনরায় চালু হওয়ার স্বপ্ন দেখছিল। কিন্তু গতকালের ঘটনায় তারা হতাশ হয়ে পড়েছে। আমাদের পরিবার এই সময় চরম আর্থিক সংকটে ভুগছে। যতক্ষণ না কারখানাটি চালু না হয় ততদিন তারা পরিবহন বন্ধ করে বৃক্ষ দেখাবেন। ঘটনাস্থলে জামুরিয়া থানার পুলিশ শ্রমিকদের সঙ্গে কথা বলছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us