New Update
/anm-bengali/media/post_banners/5LInBCVhrN5lMp4O9O6n.jpg)
নিজস্ব সংবাদদাতা : মহারাষ্ট্রের থানে পুলিশের একজন ডিউটিতেরত ​​পুলিশ কনস্টেবলকে কামড় দেওয়ার অভিযোগে একজন ৩০ বছর বয়সী ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গভীর রাতে একজন ডিজেকে গান বাজানো থেকে বিরত করার চেষ্টা করতে গেলে ওই ব্যক্তি কামড়ে দেয় পুলিশকে। অভিযুক্তের নাম আমির খান। কিষাণ নগর বস্তির বাসিন্দা। গভীর রাতে গান থামাতে গেলে স্থানীয়রা পুলিশকে হুমকি দেয় গান না থামানোর জন্য। পুলিশকে গালিগালাজ করতে শুরু করে। পরে আমির উঠে পুলিশের জিপের উইন্ডস্ক্রিনে মাথা ঠেকিয়ে সেটিকে ক্ষতিগ্রস্ত করে। সেই সঙ্গে অন্যান্য পুলিশ কর্মীদের ধাক্কাধাক্কি করার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us