অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে মারার হুমকি যুবকের

author-image
Harmeet
New Update
অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে মারার হুমকি যুবকের

ঘাটাল, নিজস্ব প্রতিনিধিঃ ঘাটাল মহকুমা আদালত চত্বরে হুলুস্থুল কাণ্ড। ইট হাতে দাঁড়িয়ে রয়েছে এক যুবক। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা আদালত চত্বরে। যুবক দাবি করে, সে ইট দিয়ে মারবেন অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জর্জ সঞ্জয় শর্মাকে। যুবককে বোঝাতে গেলে তার সুর চড়া হয়। এরপরেই আইনজীবী থেকে শুরু করে বিচারকরা দ্রুত ফোন করেন ঘাটাল থানায়। খবর পেয়ে ঘাটাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ধৃত যুবকের নাম প্রীয়রঞ্জন বসু। চন্দ্রকোনা থানার ক্ষীরপাই পৌর এলাকার বাসিন্দা সে। ধৃতের বিরুদ্ধে ৩০৭,৩৫৩, ১৮৬, ৩৪১ ও ৫০৬ ধারায় মামলা রুজু করা হয়েছে। পুলিশ সুত্রে জানা গিয়েছে, স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে ওই যুবকের। মামলার অর্ডার কপি না পাওয়ার জন্য ওই যুবক এই কীর্তি করে।