New Update
/anm-bengali/media/post_banners/JYTB82J9entRBh72rwcD.jpg)
নিউজ ডেস্ক, দিঘাঃ শুক্রবারের পর শনিবারও দিঘার সমুদ্রে তলিয়ে গেল এক পর্যটক। কর্মরত নুলিয়াদের চেস্টায় উদ্ধার পর্যটক যুবক। নাম রাহান মোল্লা। বয়স ২৪ বছর। বাড়ি সাউথ ২৪ পরগনা জেলার হাওড়া থানার আলিয়ানা এলাকায়। বন্ধুদের সাথে দিঘায় বেড়াতে এসে ওল্ড দিঘার সমুদ্র ঘাটে স্নানে নেমে তলিয়ে যায়। কর্মরত নুলিয়াদের নজরে এলে তারা গিয়ে উদ্ধার করে। উদ্ধার করে স্থানীয় স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার চিকিৎসা চলছে। গতকালের পর আজ ফের পর্যটকের সমুদ্রে তলিয়ে যাওয়া নিয়ে নিরাপত্তার প্রশ্ন উঠতে শুরু করেছে। টানা ৩ দিনের ছুটি থাকায় রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র দিঘাকেই বেছে নিয়েছে পর্যটকরা। ফলে দিঘায় পর্যটকদের ভীড় বাড়ছে। বাড়ছে সমুদ্র স্নানের ভীড়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us