ট্রাফিক পুলিশকে উর্দি ধরে হেনস্থা টোটো চালকের

author-image
Harmeet
New Update
ট্রাফিক পুলিশকে উর্দি ধরে হেনস্থা টোটো চালকের

আসানসোল, নিজস্ব প্রতিনিধিঃ আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি ট্রাফিক গার্ডের কর্মরত ট্রাফিক পুলিশ কর্মী রঞ্জিত কুমার ঘোষ শনিবার কুলটি-নিয়ামতপুর মোড়ে ডিউটি করেছিলেন । সকাল ১১ টা নাগাদ নিয়ামতপুরের লিথুরিয়া রোডে যানজট সৃষ্টি হয়। সেই সময় তিনি যানজট মুক্ত করতে গেলে এক টোটো চালক তার ওপর চড়াও হয় এবং তাকে উর্দি ধরে হেনস্থা করে। যার ফলে তার উর্দির বোতাম ছিঁড়ে গিয়েছে বলে জানান রঞ্জিত কুমার ঘোষ । ঘটনার পর টোটো চালক টোটো ছেড়ে পালিয়ে যায় । পরে টোটোটিকে বাজেয়াপ্ত করে নিয়মতপুর ফাঁড়ি পুলিশ। ঘটনার খবর পেয়ে, কুলটি ট্রাফিক গার্ডের আধিকারিক ইমতিয়াজুল হক ঘটনাস্থলে পৌঁছে ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে।