New Update
/anm-bengali/media/post_banners/GTQPweRW4awg6edvEEeb.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আসতে চলা দিনগুলো কলকাতা নাইট রাইডার্সদের জন্য কঠিন হতে চলেছে। প্লে অফে টিকে থাকতে হলে সামনের সবকটা ম্যাচেই তাদের জিততে হবে। এবারে প্রতিদ্বন্দ্বীর সংখ্যাও অনেক বেশি। তাই নাইটদের কোচ ব্রেন্ডন ম্যাকালাম এক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আসতে চলা সবকটা ম্যাচই নাইটদের ফাইনাল মনে করে খেলতে হবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us